চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভে অংশ নেয়া ইভেন্স গ্রুপের নিটিং অপারেটর রিয়াজুর রহমান জানান, দুদিন আগে শ্রমিকদের চলতি মাসের আংশিক বেতন ও ঈদ বোনাস না দেয়ার তথ্য জানায় কর্তৃপক্ষ। শ্রমিকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে।
ফলে মঙ্গলবার দুপুর ১টার পর উৎপাদন বন্ধ করে তিনটি কারখানার কমপক্ষে সাত হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করে কারখানার বাইরে চলে যান। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৫টার দিকে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যান।