You have reached your daily news limit

Please log in to continue


চিতলমারীতে ২৭০ গর্ভবতী মা পেলেন পুষ্টি সমৃদ্ধ খাদ্য

বাগেরহাটের চিতলমারীতে ২৭০ গর্ভবতী মায়ের মাঝে বিনামূল্যে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচির আওতায় উপজেলা মহিলা বিষয় অধিদফতরের উদ্যোগে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় উপজেলার ৭ ইউপির ২৭০ জন গর্ভবতী মায়ের বাড়িতে এ পুষ্টি সমৃদ্ধ খাদ্য পৌঁছে দেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টায় চিতলমারী সদর বাজারে এ পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ উদ্বোধন করেন ইউএনও মো. মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উপজেলা কো-অর্ডিনেটর মিঠুন কুমার স্বর প্রমুখ। এ সময় প্রত্যেক গর্ভবতী মাকে ১০ কেজি পুষ্টি সমৃদ্ধ চাল, সাড়ে ৩ কেজি পুষ্টি সমৃদ্ধ ডাল ও ১ লিটার পুষ্টি সমৃদ্ধ তেল প্রদান করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন