এখন ইংরেজি ভাষায় স্বদেশি সাহিত্যচর্চার সময় এসেছে

ঢাকা টাইমস মোজাফফর হোসেন প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৫:৫০

বাংলাদেশের ইংরেজি সাহিত্যের ছাত্র/শিক্ষকরা ইউরোপ বা আমেরিকার ইংরেজি সাহিত্যের মূলধারার গবেষণা বা সমালোচনায় মৌলিক বা উল্লেখ করার মতো কোনো অবদান কি রাখতে পেরেছেন? আমি দেখেছি, ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী-শিক্ষকরা এমফিল-পিএইচডি করেন ইংরেজি সাহিত্যের বিষয়আশয় বা লেখকদের নিয়ে। অধিকাংশ সময় হয় এগুলো খুব চর্বিত বিষয়। একটা ইংরেজি জার্নালের লেখা সংগ্রহ করার অভিজ্ঞতা থেকে বলছি।

ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রছাত্রী কিংবা নবীন শিক্ষকরা প্রবন্ধ পাঠাচ্ছেন, কারো বিষয় ওয়ার্ডসওয়ার্থের কবিতায় প্রকৃতি, কারো শেকসপিয়ারে প্রেম, কারো এলিয়টের প্রবণতা, কারো ব্রন্টি বা উলফয়ের নারী চরিত্র, কামুর অস্তিত্ববাদ, কেউ যদি একটু আপডেটেড হন তো তার বিষয় ঝুম্পা লাহিড়ির ডায়াসপোরা সাহিত্য। গুগল করলে এসব বিষয়ে শত শত লেখা পাওয়া যাবে। বই তো আছেই। এমফিল/পিএইচডির বিষয়ও অধিকাংশ সময় অনুরূপ। আমার কথা হলো, এসব লেখা কাদের জন্য? আদৌ ইংরেজি সাহিত্যের কোনো কাজে আসে কিনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us