You have reached your daily news limit

Please log in to continue


সেই স্বপ্নের '১১' কারা কারা ?

ভাবুন তো, ভারত আর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা এক সঙ্গে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমেছেন। তাহলে কেমন হতো সেই দলটির প্রথম একাদশ? কয়জন বাঁ হাতি ব্যাটসম্যান থাকত। বোলিংয়ে পেন আর স্পিনের ভারসাম্যটাই বা কীভাবে আনা হতো! আচ্ছা, সেই দলটির অধিনায়কত্ব করতেন কে? করোনার এই বন্ধ্যায় সময়টাতে বসে বসে এমন মধুর কল্পনা করছেন সাবেক–বর্তমান ক্রিকেটাররা। ঝাঁপি খুলে বসেছেন নিজেদের ক্যারিয়ারের বিভিন্ন মধুর স্মৃতির। গত শনিবার এমনই একটা অনলাইন আলাপচারিতায় তৈরি করলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ভারত ও পাকিস্তানের সম্মিলিত একাদশ। তবে একাদশ বানিয়ে তাঁর শঙ্কা, দুই দেশের গ্রেটরা এক দলে খেললে, সেটি আর ক্রিকেট দল থাকবে না, হয়ে যাবে গল্প আর আড্ডার মিলনক্ষেত্র।   আজ শহীদ আফ্রিদি কাশ্মীর নিয়ে নানা উত্তপ্ত মন্তব্য করেন। সেটির যুৎসই জবাব দিয়ে দেন গৌতম গাম্ভীর, সুরেশ রায়নারা। শিখর ধাওয়ানও বসে থাকেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে কথার লড়াইয়ে যুঝতে থাকা ক্রিকেটারদের অনুসারীরাও বাঁধিয়ে দেন যুদ্ধ। পারমাণবিক লড়াইয়ের মতোই যে মাঝে মধ্যে ভয়ংকর হয়ে ওঠে গালাগালির যুদ্ধ। পরস্পর, পরস্পরের প্রতি হিংসা আর কথার যুদ্ধ।   সুনীল গাভাস্কার আফ্রিদি–গাম্ভীরদের পর্যায়ে পড়েন না। আপাদমস্তক ভদ্রলোক 'লিটল মাস্টার' ক্রিকেটের বাইরেও ঠিক তেমনই। তাই তো ভারত–পাকিস্তানের সম্মিলিত একাদশ তৈরি করতে করতে আপ্লুত হয়ে পড়েন তিনি। নিজের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা থেকেই বলেন, 'এমন একটা দল হলে দলের খেলোয়াড়দের মনোযোগ বলতে কিছুই থাকত না। ড্রেসিং রুমটা হতো আড্ডার স্থান। দুই দেশের নির্বাচিত খেলোয়াড়েরা সবাই গল্প আর আড্ডায় মেতে রইতেন অবিরত। খেলা–টেলা সব চুলোয় যেত!   গাভাস্কার তাঁর একাদশে ওপেনার হিসেবে নিয়েছেন আরেক লিটল মাস্টারকে। ক্রিকেটে ইতিহাসের প্রথম লিটল মাস্টার যাঁকে বলা হতো, সেই হানিফ মোহাম্মদকে।  পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম 'গ্রেট' হানিফ গাভাস্কারের একাদশে তাঁর সঙ্গী হিসেবে পাচ্ছেন বীরেন্দর শেবাগকে। গাভাস্কারের মতে, হানিফের ক্ল্যাসিকাল ব্যাটিংয়ের সঙ্গে শেবাগের আগ্রাসনটা কিন্তু দর্শকদের জন্য খুবই উপভোগ্য হয়ে উঠত। ক্যারিয়ারে ত্রিশক আছে দুই ক্রিকেটারেরই। তবে দুটি ভিন্নরকম। হানিফ মোহাম্মদের ত্রিশতক যদি টেস্ট ক্রিকেটের ধ্রুপদী বিজ্ঞাপন হয়, তাহলে শেবাগেরটা ক্রিকেটের নবযাত্রারই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন