You have reached your daily news limit

Please log in to continue


ঘরে বসেই সাতজনের সাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

করোনায় লাইট-ক্যামেরা নিয়ে বাইরে বের হওয়ার উপায় নাই। তাতে কী! এরমধ্যেও চলছে কাজ। বাসায় শুটিং করছেন জনপ্রিয় সাত নির্মাতা। নির্মি ত হচ্ছে সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আসছে ঈদে দর্শকদের জন্য রাখা হচ্ছে এগুলো। নির্মাতাদের মধ্যে আছেন- গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, শিহাব শাহীন, সুমন আনোয়ার, সাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরী। এই প্রযোজনাগুলোকে একসাথে বলা হচ্ছে, ‘ঘরবন্দি সময়ের গল্প। আলফা-আই স্টুডিওর ব্যানারে নির্মিত এ কাজগুলো দেখানো হবে দীপ্ত টিভিতে।টেলিভিশন চ্যানেলটি জানায়, বাসা থেকেই সব কাজ হচ্ছে। ইতোমধ্যে কয়েকটির শুটিং শেষ। ঈদের সাত দিন এগুলো দেখানো হবে চ্যানেলটিতে। স্বল্পদৈর্ঘ্যগুলো প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‌‘কোয়ারেন্টিনের সকল বিধি মেনেই প্রত্যেকটি কাজ তৈরি হচ্ছে। শিল্পীরা প্রত্যেকে যার যার বাসা থেকেই অভিনয় করছেন। এক্ষেত্রে চিত্রগ্রহণের ব্যাপারে সহযোগিতা করছেন শিল্পীর পরিবারের কোনও সদস্য, কখনোবা শিল্পী নিজেই।’ জানা যায়, চিত্রগ্রহণের পর সম্পাদনা, সংগীত ও শব্দ সংযোজনার মতো কাজগুলোও হয়েছে কলাকুশলীদের যার যার বাসা থেকেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন