আলাদিনের দৈত্যের কাছে ওই জীবনটাই চাইতেন মাশরাফি

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৪:০০

শৈশবে ভীষণ দুরন্ত ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে দাপিয়েছেন চিত্রা নদীর পাড়। চড়েছেন গাছে, বন্ধুদের সঙ্গে মেতেছেন দুষ্টুমিতে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ক্যারিয়ারের শুরুর দিকেও এমন দুরন্ত ছিলেন সাবেক এ অধিনায়ক। বহুবারই নানা প্রসঙ্গে নিজের শৈশবের কথা বলেছেন মাশরাফি। এবার জানা গেল নতুন তথ্য, মাশরাফিকে নাকি নড়াইলের এক বাগানের 'টারজান' বলা হতো। কাল মাশরাফির ব্রেসলেটের নিলামে উঠে এসেছে সে প্রসঙ্গ।

নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হয় মাশরাফির ব্রেসলেট। এ নিয়ে ফেসবুকে লাইভ অনুষ্ঠানে উঠে এল মাশরাফির শৈশব। সাবেক অধিনায়ক নিজেই বললেন, নড়াইলের প্রায় সবাই চিত্রা নদী 'মিস' করে। তাঁর শৈশবের সঙ্গে এই নদী ওতপ্রোতভাবে জড়িত। নিলামে লাইভ অনুষ্ঠানে এক ভক্তের মজার প্রশ্নের জবাবে ফের শৈশবে ফিরে গেলেন মাশরাফি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুট করে আলাদিনের দৈত্য এলে কোন তিনটি জিনিস চাইবেন? মাশরাফির জবাব, 'আমি প্রথম চাইব, অবশ্যই প্রতিটি মানুষ যেটা চায়, শৈশবে ফিরে যেতে। স্কুলজীবনে ফিরতে চাই, স্কুলের বন্ধুদের পেতে চাই।' মাশরাফি এরপর তাঁর দ্বিতীয় ইচ্ছার কথা বলেন, 'দ্বিতীয় জিনিস চাইব, ওই সময় পার করার পর আমার ক্যারিয়ারের শুরুর দিকটা। যদিও আলহামদুলিল্লাহ, অনেক কিছু হতে পারত আমাকে দিয়ে, বাংলাদেশের আরও ভালো ফল হতে পারত, আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম। তবে আল্লাহর অশেষ মেহেরবাণী এত দিন পর্যন্ত খেলতে পেরেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us