বগুড়ায় অসহায় প্রতিবন্ধীদের ঈদসামগ্রী দিলো র‌্যাব

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মে ২০২০, ২১:৩৩

ঈদের আনন্দ ভাগাভাগির লক্ষ্যে বগুড়া র‌্যাব-১২ এর উদ্যোগে জেলার ৫০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। র‌্যাব-১২ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাভাইরাস চলাকালে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ, কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী। র‌্যাব-১২ এর অধিনায়ক ঢাকাটাইমসকে বলেন, পুরো জেলা থেকে বাছাইয়ের মাধ্যমে ৫০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আসলে প্রতিবন্ধীরা তো সেভাবে তাদের চাহিদার কথা বলতে পারে না, অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হয়। এমন চিন্তা থেকে তাদের জন্য ঈদসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

ইতোপূর্বে জেলায় করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া অসহায়, কিন্তু চাইতে পারে না- এমন প্রায় ৩ শতাধিক মধ্যবিত্ত পরিবারকে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমরা চেষ্টা করছি, অসহায়দের পাশে দাঁড়ানোর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

বিডি নিউজ ২৪ | ঢাকা মেট্রোপলিটন
৮ মাস, ৪ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us