কয়েকশ বছর পর ব্রিটেনে প্রথম বাচ্চা ফোটালো বন্য সাদাবক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ মে ২০২০, ২১:১০

কয়েকশ বছর পর সুসংবাদ পেল ব্রিটেন। দেশটিতে প্রথমবারের মতো বিরল প্রজাতির বন্য সাদাবক বাচ্চা ফুটিয়েছে। পশ্চিম সাসেক্সের নেপ এলাকায় বাচ্চাগুলো ফুটে। দ্য গার্ডিয়ান’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, পর্যবেক্ষকরা ওই এলাকার একটি ওক গাছের চূড়ায় থাকা তিনটি পাখির বাসার মধ্যে একটি বাসা থেকে এক জোড়া প্রাপ্ত বয়স্ক বন্য সাদাবককে পাঁচটি ডিমের খোসা ছাড়াতে দেখেছেনৃ। এছাড়াও বাসা থেকে সেই ডিমের খোসাগুলো ফেলতে ও বাচ্চাদের খাবার খাওয়াতেও দেখেছেন তারা। সাদা বক প্রকল্পের কর্মকর্তা লুসি গ্রুভ বলেন, ব্রিটেনে কয়েকশ বছর পর প্রথমবারের মতো সাদাবক বাচ্চা ফোটালো।

এর আগে গত বছর গাছের চূড়ায় ওই বন্য সাদাবক দম্পতির সাহায্যে বাচ্চা ফুটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা বিফল হয়েছিল। এবার ডিম পাড়ার ৩৩ দিন অপেক্ষার পর ৬ মে প্রথম বাচ্চা ফুটানোর সংকেত পাই। বক ছানার মা-বাবা কঠোর পরিশ্রম করছে যা অসাধারণ। তিনি আরো বলেন, এখন বাচ্চাদের শিশুকাল চলছে। আমরা কাছাকাছি থেকে দেখাশোনা করছি। বাচ্চাগুলো নিয়ে আমরা বেশ আশাবাদী। দক্ষিণ ইংল্যান্ডে বন্য সাদাবক প্রজাতিকে প্রতিষ্ঠা করার প্রথম ধাপ এগিয়ে গেলো। যদিও এটি ছোট পদক্ষেপ, তবুও বিশাল আনন্দ রয়েছে। গ্রুভ আরো বলেন, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ ইংল্যান্ডে ৫০ জোড়া বাচ্চা উৎপাদনকারী বন্য সাদা বক প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us