You have reached your daily news limit

Please log in to continue


দায়িত্ব নেওয়ার পরদিন দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) 'প্রভাবশালী' দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। আজ রোববার সন্ধ্যায় ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সচিব বলেন, 'ওনাদের দুজনকে টারমিনেশন করা হয়েছে। চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক, করপোরেশন যদি মনে করে যে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। চাকরিচ্যুত এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল। যোগাযোগ করা হলে চাকরিচ্যুত ইউসুফ আলী সরদার প্রথম আলোকে বলেন, `আমি এখনো বিষয়টি জানি না। তবে কর্পোরেশন যা ভালো মনে করে করতে পারে।' আর আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, `শুনেছি আমাকে  চাকরিচ্যুত  করা হয়েছে তবে কি অভিযোগে করা হয়েছে তা জানিনা।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন