সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গান ও ঈদ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৯:৩৪

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই যাত্রা শুরু স্বপ্নীল সজিবের। গাওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের গানও শেখান তিনি। এবার রোজার ঈদকে সামনে রেখে তৈরি করেছেন নতুন আনন্দের গান। যেখানে অংশ নিয়েছেন সেইসব শিশুরা। শুধু গানেই আনন্দ নয়, ঈদের দিনকেও আনন্দময় করতে এই শিল্পী তাদের মাঝে দিয়েছেন নতুন পোশাকও।সজিব বললেন, ‘‘আমি বহুদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাই। এই ধারাবাহিকতায় এবার ঈদে কানাডার আনোয়ার আজাদ ফিল্মসে পৃষ্ঠপোষকতায় রাজধানীর ৩ শ’ ফিট এলাকায় কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক দিয়ে আনন্দ ভাগ করে নিয়েছি। সেই আনন্দের ধারণকৃত কিছু অংশ দিয়ে নির্মাণ করেছি আমার নতুন ‘আনন্দের গান’। তাদের পোশাক দিতে পেরেছি বলে বলছি না, বলছি এ কারণে, যেন অনেকেই এগিয়ে আসেন।’’গান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা মূলত কোলাজ গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুশ্রুত ‘ও মন রমজানের ঐ’ এবং সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ এতে গাওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us