দেশের সেরা রিয়েলমি সি-থ্রি মাত্র ১০,৯৯০ টাকায়

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৬:০১

স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন দামে একের পর এক ট্রেন্ড সেটিং এবং শক্তিশালী ফোন নিয়ে আসছে রিয়েলমি। লেটেস্ট ফিচার এবং চোখ ধাঁধানো সব ডিজাইনের স্মার্টফোন খুব সহজেই বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের মন জয় করে নিচ্ছে। 'ডেয়ার টু লিপ' স্পিরিটে উদ্বুদ্ধ ব্র্যান্ডটি সম্প্রতি বাংলাদেশের বাজারে সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন রিয়েলমি সি-থ্রি লঞ্চ করেছে। এবং এ রকম দামে এমন একটি ফোন ভাবাই যায় না। প্রাণবন্ত ছবির জন্য এআই ট্রিপল ক্যামেরারিয়েলমি সি-থ্রির পেছনে এআই ট্রিপল ক্যামেরার সেটাপে রয়েছে ৪ গুণ জুমের ক্ষমতাসম্পন্ন ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের দূরত্ব নিজে থেকে যাচাই করে পোর্ট্রেট তোলার সময় দেবে চমৎকার বোকেহ ইফেক্ট।

এ ছাড়া রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। প্রধান ক্যামেরায় ১০৮০ পিক্সেলে ভিডিও করার পাশাপাশি ১২০ ফ্রেমরেট স্লো-মসনে ভিডিও করা যাবে। ক্যামেরায় ক্রোমকাস্টের অনন্য সংযোজনে প্রতিটি ছবিতে থাকবে আরও বেশি আলো এবং ডিটেইল। প্রো মোডের পাশাপাশি ক্যামেরায় এআইএইচডিআর, টাইম-ল্যাপ্স ও প্যানোরামার সুবিধাও আছে। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় পানোসেলফি এবং এআই বিউটিফিকেসশনের সাহায্য প্রাণবন্ত সেলফি তুলতে সাহায্য করবে। স্মুথ গেমিং অভিজ্ঞতা রিয়েলমি সি-থ্রিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-সেভেন্টি চিপসেট, যেটি ১২ ন্যানোমিটার। অক্টা-কোর প্রসেসরের ব্যবহারে এইচডি সেটিংসেও বিরতিহীনভাবে সহজেই পাবজি খেলা যাবে। বাংলাদেশে বাজারকৃত স্মার্টফোনগুলোর ভেতর সি-থ্রিতেই প্রথম এই চিপসেট ব্যবহৃত হয়েছে। স্মার্টফোনগুলোতে দ্রুততার সঙ্গে সব কাজ সম্পাদনের জন্য উন্নতমানের ও শক্তিশালী চিপ ব্যবহার করা হচ্ছে। এবং নতুন সব আপডেটের ফলে অ্যাপগুলো বড় হচ্ছে। যার ফলে ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হচ্ছে।

সারা দিনের বিনোদন, গেমিং এবং সব ধরনের ব্যবহারের জন্য রিয়েলমি সি-থ্রিতে রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সি-থ্রি স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিংয়ের মাধ্যমে অন্য ফোনও চার্জ দেওয়া যাবে। সি সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ব্যাটারির সম্পূর্ণরূপে চার্জে প্রায় ৪০ ঘণ্টার কল টাইম, প্রায় ২০ ঘণ্টার নন-স্টপ ইউটিউব দেখা বা করার সময় ১১ ঘণ্টার বেশি পাবজি খেলা যাবে। শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারির পাশাপাশি এ ফোনে থাকা ৩ গিগাবাইট র‍্যাম ও অপটিমাইজেশন দেবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us