You have reached your daily news limit

Please log in to continue


মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: পঞ্চম পর্ব

টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে।  করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’ ‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে শনিবার নিজের পঞ্চম প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে ২০১৭ সালে ইংল্যান্ডকে হারানো ম্যাচের ছবি পোস্ট করে লেখেন, 'স্পিনিং ট্র্যাকে খেলার সিদ্ধান্ত নেয়ার পর মূল একাদশের কম্বিনেশন ঠিক করা এবং গেম প্ল্যান চূড়ান্ত করতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। অন্যান্য ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্য ছিল আমরা জিতবোই এমন মনোবল ও বিশ্বাস।' মুশফিকের অধীনেই এই টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। বড় দলের বিপক্ষে জয়ের গুরুত্ব বোঝাতে তিনি আরো লেখেন, 'ইংল্যান্ডের মতো একতি বড় দলের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় লাভ করা বাস্তবেই কখনো ভোলা যাবে না।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন