You have reached your daily news limit

Please log in to continue


আমরা কি সঠিক পথে চলছি!

করোনা শুরু হলো। বলা হলো সেলিব্রিটি হুজুর দিয়ে প্রচার চালানো হবে। কিন্তু ততদিনে সেই সেলিব্রিটি হুজুরেরা করোনার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে জনগণের ব্রেণ ওয়াশ করে ফেলেছে। স্বপ্নে করোনার ইন্টারভিউ নিয়েছে। ইহুদী নাসারাদের উপর এটা গজব বলে ঘোষণা দিয়েছে। এক সেলিব্রিটি জামাতি জঙ্গি মালয়েশিয়া পালাই গিয়া গোপন ভিডিও বার্তায় সরকারকে তওবা করার ফতোয়া দিল। আশ্চর্য হয়নি যখন সরকার এক ঘন্টার জন্য সংসদ ডেকে করোনাকে গজব আখ্যা দিয়ে তওবা করলো রাষ্ট্রীয়ভাবে। করোনায় সব শ্রেণি পেশার মানুষ যখন বিপর্যস্ত, কৃষকেরা সবজি বিক্রি করতে না পেরে, দুধ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছে, শিল্পাঙ্গণের মানুষগুলো আমলাদের দপ্তরে কুকুরের মত ঘুরছে, তখন সরকার নাম উল্লেখ করে ইমাম মুয়াজ্জিন আর কওমী মাদ্রাসার জন্য প্রনোদনা ঘোষণা দিয়ে ব্যকুলতা প্রকাশ করলো। সেই পথ ধরেই নাটরের সাংসদ এরকম যাত্রাপালার আয়োজন করলেন। অথচ অন্যদিকে ২৫০০ টাকা অনুদানের লিস্টে কিন্তু এক মোবাইল নম্বর ২০০ বার উঠছে, চাল চুরি হচ্ছে, হচ্ছে তেল চুরিও। তারপরেও বলবো আমরা ঠিক পথেই যাচ্ছি। তাহলে এবং সঠিক শ্রেণির মানুষদের জন্যই ভাবছি। কদিন পরেই আমরা ভুলে যাব দেশটা ধর্মের ভিত্তিতে নয়, স্বাধীন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ আর অসাম্প্রদায়িক চেতনায়। যখন কিনা এই ধর্মের নামেই একটা ঘৃণিত শ্রেণীর জন্ম হয়েছিল পাকিস্তান রক্ষার্থে। জয় বাংলা। লেখক: মিডিয়াকর্মী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন