You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর রেজুলেশন কো-স্পন্সর করবে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর রেজুলেশন কো-স্পন্সর করবে বাংলাদেশ। আগামী ১৮-১৯ মে জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বাংলাদেশসহ অন্যান্য কো-স্পন্সরদের সঙ্গে রেজুলেশনটি উপস্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন। প্রাথমিকভাবে গত মাসের ১৫ তারিখ ইউরোপীয় ইউনিয়ন এই রেজুলেশনটি প্রস্তাব করে। পরবর্তীতে বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জরুরি স্বার্থ সংরক্ষণ করে এমন কয়েকটি বিষয় এই রেজুলেশনে অন্তর্ভুক্ত করার কারণে এটি সর্বাত্মক সমর্থন অর্থাৎ কো-স্পন্সরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের উদ্বেগের যে জায়গাগুলো ছিল সেটি দূর হয়েছে। আমাদের মতো দেশের জন্য সুলভ মূল্যে ওষুধ এবং সহজ প্রাপ্যতা এগুলো অনেক বেশি জরুরি। এই বিষয়গুলো রেজুলেশনে আছে। আমরা এটি কো-স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে রেজুলেশনের ওপর আমাদের একটি মালিকানা জন্মাবে।’গত মাসের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়ন রেজুলেশনটি ঘোষণা করে কিন্তু এতে উন্নয়নশীল দেশগুলোর অনেকগুলোর স্বার্থ উপেক্ষিত হলেও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের তীব্র দর কষাকষির কারণে সুলভ দাম, ওষুধে অধিকার, সমতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে বণ্টন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষ ব্যবস্থাসহ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।এই রেজুলেশনের আরেকটি দিক হচ্ছে করোনাভাইরাসের উৎপত্তি কিভাবে হয়েছে এবং এটি কিভাবে মানুষের দেহে সংক্রমিত হয়েছে সেটি গবেষণা করে বের করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করে ওই রেজুলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাসচিব, প্রতিটি সরকার ও অন্যান্য বৈশ্বিক সংস্থা ও স্টেক হোল্ডারদের কি করণীয় সে সম্পর্কে বিশেষ নির্দেশনা আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন