You have reached your daily news limit

Please log in to continue


ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

মাননীয় অর্থমন্ত্রী! এখনই আপনাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হবে- যারা ইচ্ছাকৃত ঋণখেলাপিতে পরিণত হয়েছে, যারা ব্যাংকের টাকা লুট করেছে, জনগণের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে দেউলিয়া আইনের কঠোর প্রয়োগ করতে হবে এবং তাদের লাইফস্টাইলে হাত দিতে হবে। মাননীয় অর্থমন্ত্রী! আপনি সরকারিভাবে একটি অ্যাসেট মানেজমেন্ট কোম্পানি করে সেই কোম্পানির মাধ্যমে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সব সম্পদ বাজেয়াপ্ত করে তা পরে বাজারে বিক্রি করে টাকা আদায়ের যে পরিকল্পনা করেছেন আমি মনে করি তা সফল হওয়ার নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। তাতে ইচ্ছাকৃত ঋণখেলাপিরা ঋণ পরিশোধ না করার আরও সুযোগ পেয়ে যাবে। তার চেয়ে বড় কথা হলো, এই ইচ্ছাকৃত ঋণখেলাপিরা যে জমি বন্ধক রেখেছে- মনে করুন যার বাজার মূল্য ৫ কোটি টাকা তা তারা দেখিয়েছে ২০০ থেকে ৩০০ কোটি টাকা, এর সঙ্গে তারা যে পারসোনাল গ্যারান্টি দিয়েছে বা করপোরেট গ্যারান্টি দিয়েছে তার কোনো মূল্য নেই। তাদের বন্ধকী জমি বিক্রি করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এ জমিগুলো আরও অনেক জায়গায় বন্ধক দেওয়া আছে। অতএব মাননীয় অর্থমন্ত্রী! মহান পার্লামেন্টে আপনি বলেছেন, এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের যোগসাজশে এবং তাদের অনুগত ব্যাংকের এমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় তারা গ্রাহকের টাকা নিজের নামে, বেনামে বা আত্মীয়স্বজনের নামে আত্মসাৎ করে বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে, বিলাসবহুল-জীবন যাপন করছে। কানাডা, দুবাই, সিঙ্গাপুরে তারা বিশাল সম্পদ গড়ে তুলেছে। মাননীয় অর্থমন্ত্রী! ব্যাংক পরিচালক যারা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছে না তাদের ব্যাংকের পরিচালক থাকার অধিকার নেই। এদের খুঁজে বের করতে হবে মাননীয় অর্থমন্ত্রী। ব্যাংকের প্রকৃত মালিক হলো হাজার হাজার শেয়ারহোল্ডার, তাদের স্বার্থ আপনাকে দেখতে হবে। ব্যাংক পরিচালকদের সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো মাত্র ৩০ দশমিক , ক্ষেত্রবিশেষ ৩৫ দশমিক ; কিন্তু প্রকৃত বিনিয়োগকারী যারা তারা ৭০ দশমিক -এর বেশি শেয়ার ধারণ করে। এদের ছেড়ে দেওয়া যায় না মাননীয় অর্থমন্ত্রী। আপনাকে কঠোর হতে হবে। আপনি অত্যন্ত অভিজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার বিশেষ স্নেহভাজন এবং অনুগত একজন ব্যক্তি। তিনি আপনার ওপর আস্থা রেখেছেন। মাননীয় অর্থমন্ত্রী! পৃথিবীর বিভিন্ন দেশ দেউলিয়া আইনের কঠোর প্রয়োগ করে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের থেকে সফলতার সঙ্গে ঋণ আদায় করেছে। দেউলিয়া আইন কঠোর প্রয়োগ বলতে বোঝায় যারা ইচ্ছাকৃতভাবে জনগণের টাকা লুটপাট করেছে তাদের লাইফস্টাইলে হাত দিতে হবে। যেমন চীনে যারা দেউলিয়া আইনের আওতায় পড়েছে তাদের গাড়ি-বাড়ি থাকবে না, তাদের সন্তানরা দামি স্কুলে পড়ালেখা করতে পারবে না, প্লেনে চড়তে পারবে না, এমনকি বুলেট ট্রেনেও চড়তে পারবে না। এ আইনের কঠোর প্রয়োগের ফলে তিন বছরের মধ্যে ৮০ পারসেন্ট ইচ্ছাকৃত ঋণখেলাপি থেকে টাকা আদায় করতে সক্ষম হয়েছে। একইভাবে মালয়েশিয়া, কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন সরকারও দেউলিয়া আইনের কঠোর প্রয়োগ করে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের থেকে টাকা আদায়ে সক্ষম হয়েছে। অন্যদিকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক বছর আগে একই পদ্ধতিতে দেউলিয়া আইনের কঠোর প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শুরু করেছেন। তাতে তিনি বড় ধরনের সাফল্য পেয়েছেন এবং প্রায় ২ লাখ কোটি টাকার ওপর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের থেকে টাকা আদায় করতে সক্ষম হয়েছেন। কারণ কেউই নিজেকে দেউলিয়া ঘোষণা করতে চায় না।মাননীয় অর্থমন্ত্রী! আপনি যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন আপনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সব ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রতি ২ পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একটি বড় ধরনের রিশিডিউল করে তাদের প্রতিষ্ঠানগুলো চালুর সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আমরা বাস্তবে কী দেখলাম, মাত্র অল্পসংখ্যক ইচ্ছাকৃত ঋণখেলাপি ডাউন পেমেন্ট দিয়ে তাদের খেলাপি ঋণ রিশিডিউল করেছে। ইন্টারেস্টিং হলো, তারা তাদের প্রতিষ্ঠানগুলো রি-অর্গানাইজড করে চালুর জন্য ব্যাংকের কাছে টাকা চেয়েছে। আমার প্রশ্ন, যেসব প্রতিষ্ঠান বছরের পর বছর বন্ধ হয়ে আছে তারা যেসব পণ্য উৎপাদন করত অথবা ব্যবসা করত তাদের পক্ষে কি এখন সম্ভব নতুন করে ইন্ডাস্ট্রি চালু করে বর্তমানে যারা ব্যবসা করে অনেক এগিয়ে আছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা? যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি ছিল তাদের কোনো পরিকল্পনা ছিল না, তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তাদের কোনো অনেস্টি ছিল না। ব্যাংকব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের প্রভাব খাটিয়ে, বাংলাদেশ ব্যাংকের দুর্বল মনিটরিংয়ের সুযোগ নিয়ে, নিজস্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় এবং বিভিন্ন সরকারি ব্যাংকের সরকার মনোনীত পরিচালক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তারা ব্যাংক এবং জনগণের অর্থ লুটপাট করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন