You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুকে ধর্ম ও সরকারকে কটূক্তি, জামালপুরে তিন শিক্ষার্থী কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জামালপুরের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।কারাগারে যাওয়া তিন শিক্ষার্থী হলেন বলিয়াদহ গ্রামের আলম মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৩), আব্দুস সবুরের ছেলে সানোয়ার হোসেন (২০) ও নুরুল ইসলাম ঠাণ্ডার ছেলে সিয়াম (১৫)।পুলিশ জানায়, ওই তিন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিল। সম্প্রতি তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিমূলক স্ট্যাটাস দেন।এই বিষয়টি পুলিশের নজরে আসলে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, ‘গ্রেপ্তার করা তিন যুবক ফেসবুকে হযরত মোহাম্মদ (সা:) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথাও স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন