You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাসে মহামন্দায় গোটা বিশ্ব

করোনাভাইরাসের আয়ুষ্কাল চার মাস চলছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের আকস্মিক মহামারী থেকে বিশ্ব অর্থনৈতিক ক্ষতি সামলাতে বহু বছর লেগে যেতে পারে। এ কথা বলেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি। ওইসিডির মহাপরিচালক এঞ্জেল গুরিয়া বিবিসিকে বলেছেন, কেউ যদি ভাবে দেশগুলো দ্রুত তাদের অর্থনৈতিক ক্ষতি সামলে উঠতে পারবে, তাহলে সেটা হবে ‘স্তোক বাক্য।’ ওইসিডি সরকারগুলোর কাছে আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের ব্যয়নীতি ভুলে গিয়ে দ্রুত ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করে এবং ভাইরাসের চিকিৎসার পেছনে মনোযোগ দেয়। করোনাভাইরাস গুরুতর আকারে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার অর্ধেক কমে তা ১ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে বলে সম্প্রতি যে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, গুরিয়া বলেছেন তাও এখন খুবই আশাবাদী একটা পূর্বাভাস বলেই মনে হচ্ছে। গুরিয়া বলেছেন, কত মানুষ চাকরি হারিয়েছেন এবং কোম্পানিগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু এটা স্পষ্ট যে, বিভিন্ন দেশের জন্য এই ক্ষতি সামাল দিতে ‘বেশ অনেক বছর লেগে যাবে। তিনি বলেছেন, আগামী কয়েক মাসে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক মন্দা দেখা দেবে এবং আর্থিক ক্যালেন্ডারের পরপর দু’টি কোয়ার্টার ধরে এ মন্দা চলতে থাকবে। বিশ্বব্যাপী মন্দা যদি নাও হয়, তার পরও বিশ্বের অনেক দেশে একেবারেই কোনো প্রবৃদ্ধি হবে না অথবা কোনো কোনো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে নিম্নমুখী। এসব দেশের মধ্যে বড় বড় অর্থনীতির দেশও থাকবে। ফলে সার্বিকভাবে এ বছর প্রবৃদ্ধি হবে নিম্নমুখী এবং প্রবৃদ্ধির পূর্ব অবস্থায় ফিরে আসতে সময় লাগবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন