প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এই করোনা দুর্যোগের শিকার হয়েছেন বিদেশে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। দিনের পর দিন লকডাউন তাদের বেঁচে থাকাই কঠিন করে তুলছে। কর্মহীন হয়ে পড়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কুয়েত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ বাড়ছেই। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই থেকে তিন লাখ প্রবাসীকে দেশে ফিরে আসতে হতে পারে মনে করছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এসব প্রবাসী যেন দেশে ফিরে আসার পর কোনো ধরনের কষ্টে না থাকেন বা বেকার না থাকেন, সেজন্য সহজ শর্তে তাদেরকে মধ্যে ঋণ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।