You have reached your daily news limit

Please log in to continue


কোনো লক্ষণ ছাড়াই গৌরীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কোনো লক্ষণ ছাড়াই প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৩২) উপজেলার ভাংনামারী ইউপির সুতীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রবিউল ইসলাম জানান, করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত রোগীর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।  তিনি বলেন, অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বগঞ্জ হাসপাতালে ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তি ঈশ্বরগঞ্জ হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন বাড়ি থেকে গিয়ে তিনি হাসপাতালের কাজে যোগদান করতেন। শরীরে কোনোরূপ করোনার লক্ষণ  না থাকার কারণে তিনি হাসপাতাল ও নিজ এলাকায় অবাধে চলাফেরা করতেন। যে কারনে তার মাধ্যমে কতজন সংক্রমিত হয়েছে তা নমুনা পরীক্ষা ছাড়া ধারণা করা অসম্ভব। স্থানীয় লোকজন জানান, আক্রান্ত ব্যক্তি চাকরির পাশাপাশি নিয়মিতভাবে এলাকায় তার নিজের মুদির দোকান চালাত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন