You have reached your daily news limit

Please log in to continue


১০ টাকা দরে চাল বিতরণের নতুন তালিকা তৈরির নির্দেশ

করোনাভাইরাসে সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপে তৈরি হওয়া অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণের যে কার্ড দেওয়া হয়েছে, তা যাচাই-বাছাই করে সেখানে প্রকৃত গরিব ও দুঃস্থদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে বুধবার এই নির্দেশ দেন। সম্পর্কিত খবর ১০ টাকা কেজির চাল জালিয়াতি, চালসহ ২ আওয়ামী লীগ নেতা আটক ডিসিদের তালিকা করে ১০ টাকা কেজির চাল দেওয়ার নির্দেশ১০ টাকা কেজির চাল নিজের গুদামে রেখে জেলে আ.লীগ নেতা ২০১৬ সালে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে সরকার। এর আওতায় সারা দেশে বছরে পাঁচ মাস অর্থাৎ, মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-নভেম্বর ৫০ লাখ পরিবারকে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন