স্বাচ্ছন্দ্যে বাড়িতে বসে অফিস করার সঙ্গে থাকুক কর্মদক্ষতাও
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৩:৩২
করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউনের জন্য শুরুর দিকে যখন হোম অফিস বা বাসায় থেকে কাজ করা শুরু হয়, অনেকেই হয়তো ভেবেছেন সে কয়েকদিন বা এক-দুই সপ্তাহের ভেতরেই আবার সব ঠিক হয়ে যাবে। পুনরায় অফিসে ফিরে কাজ করা যাবে। এ কারণে তাৎক্ষণিকভাবে হাতের কাজে একান্তই জরুরি কাজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েই শুরু করে দিতে হয়েছিল বাড়িতে বসে অফিসে কাজ।
কিন্তু হোম অফিস করার এক মাস পার হয়ে যাওয়ার পর ও দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে অনেকেই বুঝতে পারছেন, এই অবস্থা চলমান থাকবে আরও বেশ কিছুদিন। কিন্তু অফিসে কাজ করার মত পরিবেশ বাড়িতে থাকে না বিধায়, অল্প কাজ সামলাতেই হিমশিম খেতে হয়। এতে করে সময় নষ্ট হয়, এনার্জি ক্ষয় হয় কিন্তু কর্মদক্ষতা পাওয়া যায় না অনুরূপ পরিমাণ।