৩ লাখে শুরু সুমীর নথ, ইমনের গিটার ও পাভেলের ড্রামস কিট
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১২:২৩
সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। আজ ১৩ মে (বুধবার) ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠেছে ‘চিরকুট’ ব্যান্ডের সুমীর নথ, ইমনের গিটার ও পাভেলের ড্রামস কিট। করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। তারপর সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের প্রিয় ব্যাট, কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা, হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমাসহ বেশ কিছু তারকার প্রিয় জিনিস নিলামে তুলেছে।