মানহানিকর মন্তব্যের জন্য শাস্তি হতে পারে গেইলের

বার্তা২৪ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১২:৩৩

ক্রিস গেইল এর আগে অভিযোগ করেন, কোনো কিছু না জানিয়ে জ্যামাইকা তালাওয়াস তাকে দল থেকে বাদ দিয়েছে। ক্যারিবিয়ান এ ক্রিকেট সুপারস্টারের অভিযোগের আঙ্গুল ছিল দলের প্রধান নির্বাহী জেফ মিলার ও মালিক ক্রিশ পারসাউদের দিকে। গেইলের সাফ কথা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে নিয়ে খেলা করেছে।

আর এজন্য ইউনিভার্স বস দায়ী করেন তার সাবেক সতীর্থ ও ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে। সাবেক দল ও সতীর্থকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় এবার শাস্তি হতে পারে গেইলের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ভাবমূর্তিতে কালিমা লেপন করেছেন গেইল। যেটা একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার কখনোই করতে পারেন না। এ অপরাধে তার শাস্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট রিকি স্কেরিট।

এর আগে এক ভিডিও বার্তায় গেইল অভিযোগ তুলে বলেন, ‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও খারাপ। সারওয়ান, তুমি সাপ, তুমি ধূর্ত, তুমি শয়তান, তুমি বিষের অন্য নাম! তুমি হিংসায় ভরা, তুমি অপরিণত, মানুষকে পেছন থেকে ছুরি মারতে তোমার জুড়ি নেই। তুমি ভালো মানুষ নও। তুমি ঘৃণিত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us