ত্রাণ অনিয়মে জিরো টলারেন্স নীতিতে সরকার: সেতুমন্ত্রী

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ মে ২০২০, ১৫:০৬

ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সারাদেশে করোনাভাইরাসের সংকটের সময় ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না। অন্যায় অপরাধ করলেই শাস্তি পেতে হবে সে যেই হোক না কেনো। এ জন্য সরকার এরইমধ্যে সব অনিয়মের বিরুদ্ধে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১ দশকে বাংলাদেশ যেই অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে। এর ফলেই এতো বিপুল পরিমাণ প্রণোদনা ও জনগণের জন্য ত্রাণ সহায়তা করা সম্ভব হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যান্য রোগের চিকিৎসা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ডাক্তারদের প্রাইভেট চেম্বারে ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়ার কারণে চিকিৎসা সেবার পরিস্থিতি সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ রোগীরা অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার কথাও বলেন। যেসব চিকিৎসক-নার্সরা ফ্রন্ট লাইনে থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে তাদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। শপিংমলে কেনাকাটায় করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে জানিয়ে তিনি বলেন, শপিংমলে যারা কেনাকাটা করছেন সেখানে করোনা ভাইরাসের সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। অনলাইনে কেনাকাটা করলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us