‘আয়নাবাজি’ সিনেমার ছায়া নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ প্রক্রিয়া শেষ। এবার অপেক্ষা মুক্তির। জানা গেছে, আজ (মঙ্গলবার) রাত সাড়ে দশটায় এটি উন্মুক্ত হবে একযোগে, দেশের অনেকগুলো সম্প্রচারমাধ্যমে।সেই লক্ষ্যে মঙ্গলবার (১২ মে) দুপুর নাগাদ সকল প্রস্তুতি প্রায় শেষ করেছেন প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও নির্মাতা অমিতাভ রেজার সৈন্য বাহিনী।অমিতাভ রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কাজ শেষ। তিন পর্বের শুটিং-সম্পাদনা করে ফেলেছি। ছবির পুরনো একটি গানের সুরের ওপর গানও লিখেছি। সবমিলিয়ে আমার হাতের কাজ আপাতত শেষ। এখন প্রচারের বিষয়টি প্রযোজক আদিল ভাই দেখছেন।’প্রযোজক ও পরিবেশক জিয়াউদ্দিন আদিল জানান, এই সিরিজ সম্প্রচার হচ্ছে আজ, ১২ মে থেকে টানা তিনদিন, একই সময়ে (রাত সাড়ে ১০টা)। আর সম্প্রচার মাধ্যম হিসেবে থাকার কথা রয়েছে একাত্তর, যমুনা, ডিবিসি, জিটিভিসহ বেশ কয়েকটি বেসরকারি টিভি স্টেশন। একই সময়ে স্ট্রিমিং হবে ব্র্যাক, আয়নাবাজি, র্যাবিটহোল ও প্রথম আলোর ফেসবুক পেইজে।জানা গেছে, সন্ধ্যা নাগাদ এই সম্প্রচারমাধ্যমগুলোর সংখ্যা আরও বাড়বে।জিয়াউদ্দিন আদিল বলেন, ‘সত্যি বলতে আমরা চাই এই সিরিজটি দেশের প্রতিটা প্রচার মাধ্যমে চলুক। ছড়িয়ে পড়ুক গোটা বাংলাদেশ, বাংলা ভাষার মানুষের কাছে। মানুষ সচেতন হোক। প্রতিরোধ করুক করোনাকে।