আইফোনের দাম কমবে এবার?

প্রথম আলো প্রকাশিত: ১২ মে ২০২০, ১৪:৩১

দারুণ ক‌্যামেরা, উন্নত চিপসেট আর প্রিমিয়াম নকশার ৫জি নেটওয়ার্ক সমর্থিত পরবর্তী প্রজন্মের স্মার্টফোন যদি ৬৪৯ মার্কিন ডলার পাওয়া যায়? একে সাশ্রয়ী দামের ফোন বলা যেতে পারে। বিশেষ করে তা যদি আইফোনের নতুন কোনো মডেল হয়। অ‌্যাপল এ ধরনের সুবিধাযুক্ত সাশ্রয়ী দামের একটি আইফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। দারুণ ক‌্যামেরা, উন্নত চিপসেট আর প্রিমিয়াম নকশার ৫জি নেটওয়ার্ক সমর্থিত পরবর্তী প্রজন্মের স্মার্টফোন যদি ৬৪৯ মার্কিন ডলার পাওয়া যায়? একে সাশ্রয়ী দামের ফোন বলা যেতে পারে। বিশেষ করে তা যদি আইফোনের নতুন কোনো মডেল হয়। অ‌্যাপল এ ধরনের সুবিধাযুক্ত সাশ্রয়ী দামের একটি আইফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। ৬৪৯ মার্কিন ডলার দামের নতুন আইফোনের তথ‌্য ফাঁস করেছেন তথ‌্য প্রযুক্তি বিশ্লেষক জন প্রসের। তাঁর দাবি, আইফোন ১২ মডেল ৬৪৯ মার্কিন ডলার দামে পাওয়া যাবে। নতুন আইফোন সংস্করণ ভেদে ৬৪৯ মার্কিন ডলার থেকে এক হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন গ্রাহক। অর্থাৎ, বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় আইফোনের দাম কমিয়ে দিচ্ছে অ‌্যাপল। প্রসের দাবি করেন, ৫ দশমিক ৪ ইঞ্চি মাপের আইফোন ১২ পাওয়া যাবে ৬৪৯ মার্কিন ডলারে। ২৫৬ জিবি মডেলটির দাম হবে ৭৪৯ মার্কিন ডলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us