You have reached your daily news limit

Please log in to continue


করোনা: নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৭৬ কয়েদি

চলমান করোনা সঙ্কট মোকাবেলায় সরকারের নির্দেশে নারায়ণগঞ্জ কারাগার থেকে লঘু দণ্ডপ্রাপ্ত মোট ৭৬ জন কয়েদিকে তিন দফায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতিতে সরকারের নেওয়া এক সিদ্ধান্তকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে দুইশ কয়েদির মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়। এই প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘুরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ৭৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।জেল সুপার জানান, প্রথমে ২ জনকে মুক্তি দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে ২ জন এবং তৃতীয় ধাপে ৭২ জন কয়েদি মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত কয়েদিরা লঘু অপরাধে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত ছিলেন।জেল সুপার সুভাষ ঘোষ আরও জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩০০ জন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে প্রায় ১ হাজার ৭শ’ কয়েদি রয়েছে। তাদের পর্যবেক্ষণ করার দায়িত্বে থাকা কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ১৫০ জন। করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কারাগারের ভিতরে ও কারাগারের বাহিরে ১০টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সবধরনের স্বাস্থ্য সুরক্ষা মানা হচ্ছে।তিনি বলেন, এখন পর্যন্ত জেলা কারাগারে কোন কয়েদি কিংবা কর্মকর্তা-কর্মচার করোনাভাইরাসে আক্রান্ত হননি। কারাগারে সবধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। নতুন কয়েদিদের জন্য আলাদা আবাসের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন