You have reached your daily news limit

Please log in to continue


আবদুল কাদিরকে চেনেন?

ক্রিকেটে আগ্রহ আছে? শুধু বর্তমান নয়, ক্রিকেটের অতীত নিয়েও মোটামুটি জানাশোনা আছে বলে গর্বও? তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আবদুল কাদিরকে চেনেন? খুব মাইন্ড করেছেন বুঝতে পারছি। করাটাই স্বাভাবিক। সত্যিই তো, আপনার ক্রেডেনশিয়ালস সম্পর্কে এত খোঁজখবর নেওয়ার পর এ কেমন ধারার প্রশ্ন! ক্রিকেটে মোটামুটি আগ্রহ আছে, এমন কে না আবদুল কাদিরকে চেনে! তিনি তো কিংবদন্তি। পরে শেন ওয়ার্ন লেগ স্পিন বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সত্যি, কিন্তু মৃতপ্রায় এই শিল্পের পুনরুজ্জীবন তো এই পাকিস্তানি লেগ স্পিনারের হাতেই, আরও নির্দিষ্ট করে বললে, কব্জিতে। স্মৃতিতে ধুলোর আস্তরণ পড়ে থাকলে গত সেপ্টেম্বরে আকস্মিক মৃ্ত্যু আবারও মনে করিয়ে দিয়েছে তাঁকে। কে জানে, ক্যারিয়ার রেকর্ডটাও আপনার মুখস্থ থাকতে পারে। ৬৭ টেস্টে ২৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১৩২।কিন্তু আমি যে দেখছি, আবদুল কাদির টেস্ট খেলেছেন ৪টি। তাতে ৩৪ গড়ে ২৭২ রান। ২টি হাফ সেঞ্চুরি, এর মধ্যে বড়টি ৯৫। আচ্ছা, আচ্ছা, একটা স্টাম্পিংও তো দেখছি নামের পাশে। তার মানে উইকেটকিপার-ব্যাটসম্যান। কী, ধন্দে পড়ে গেলেন তো? একটু কি বিরক্তও! আজ এপ্রিল মাসের প্রথম দিন হলেও না হয় এই রসিকতার একটা অর্থ খুঁজে পাওয়া যেত। আসলে রসিকতা নয়। আমি আবদুল কাদিরের কথাই বলছি। আরেক আবদুল কাদির। কিংবদন্তি 'মিতা'র আলোয় যে আবদুল কাদির রীতিমতো অদৃশ্যই হয়ে গেছেন। এমনই যে, নামের আদ্যক্ষরে পার্থক্য (লেগ স্পিনার কাদিরের 'Q', এই কাদিরের 'K') থাকার পরও গুগলে Abdul Kadir লিখে সার্চ দিলে সেটি স্বপ্রণোদিত হয়ে Abdul Qadir বানিয়ে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন