You have reached your daily news limit

Please log in to continue


খাবারে বিষ মিশিয়ে বানর হত্যা, একাধিক মামলা

মাদারীপুরের চরমুগরিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি বানর হত্যার ঘটনায় শাহানা বেগম নামে একজন নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকালে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়। আটক শাহানা বেগম মধ্যখাগদী গ্রামের লতিফ হাওলাদার ওরফে লতু হাওলাদারের স্ত্রী। পুলিশের অনুসন্ধান ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চাশোর্ধ ওই নারীসহ দুজনকে আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী বানরের অত্যাচারে অতিষ্ট হয়ে খাবারে বিষ প্রয়োগের কথা স্বীকার করেন।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, 'এর আগেও ওই এলাকায় বিষ প্রয়োগ করে ৮টি বানর হত্যা করা হয়েছিল। ওই ঘটনার সূত্র এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। একজন দোষী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম বানর হত্যার কথা স্বীকার করেছেন। ফের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।'সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ৫ মে বিকালে মাদারীপুর পৌরসভার ৯নং ওর্য়াডের চরমুগরিয়ার মধ্যখাগদি এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিলে অনেকগুলো বানর মারা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন