কভিড-১৯: সেলিব্রেটিরা কি অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন?

বণিক বার্তা প্রকাশিত: ১০ মে ২০২০, ১৮:০২

এখন পর্যন্ত বড়সর মাপের বেশ কয়েকজন সেলিব্রেটির কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে একটি ধারণা উসকে দিয়েছে, সেটি হলো: মহামারীর মতো বৈশ্বিক ও সর্বব্যাপী সঙ্কটকালে সেলিব্রেটিরা বুঝি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। খ্যাতি নিয়ে সাধারণ মানুষের অবসেশন বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই সময়েও দৃষ্টি আকর্ষণের জন্য তারা মরিয়া। বিখ্যাতরা সবাই ভীত সন্ত্রস্ত। এর মধ্যে তাদের বিলাসবহুল ম্যানশনে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন, ভাঙা ভাঙা গলায় গান গাইছেন। কেউ আবার কবিতা আবৃত্তি করছেন, অনেকে বাসন মাজাও শেখাচ্ছেন!বলতে গেলে এই কভিড-১৯ মহামারীকালে সেলিব্রেটিরাই সবচেয়ে বিরক্তিকর প্রাণিতে পরণিত হয়েছেন! মার্চ থেকে ইউরোপ ও আমেরিকায় নির্বিচারে লকডাউন শুরু হওয়ার পর ধনী ও বিখ্যাত সেলিব্রেটিরা বেশ বিরক্তি উৎপাদন করতে পেরেছেন!শুরুতেই নাম করা যেতে পারে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রিয়েলিটি শো সেলিব্রেটি এলেন ডিজেনারেস- এর। তিনি তার মাল্টি মিলিয়ন ডলার মূল্যের ম্যানশনের সোফায় শুয়ে থাকার ছবির সঙ্গে মজা করে স্ট্যাটাস দিলেন, ‘যেন আছি এক কারাগারে!’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us