মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াই করতে পেরেছিলেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটও কিছুটা কথা বলেছিলো। বাকি ব্যাটাররা ঠিকভাবে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটারদের সামনে। যার ফলে গোয়ালিয়রে স্বাগতিক ভারতকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক। ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৫ রান করে।