ইঁদুর থেকে মানুষে ছড়াচ্ছে হেপাটাইটিস ভাইরাস, কারণ অজানা
প্রকাশিত: ০৮ মে ২০২০, ২২:০১
ঘটনাটি ২০১৮ সালের। হংকং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এক রোগীকে নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলেন। ৫৬ বছর বয়সী ওই রোগীর লিভার ট্রাস্পপ্লান্ট করা হয়েছিল। কিন্তু দৃশ্যত কোনো কারণ ছাড়াই তার লিভার অস্বাভাবিক আচরণ করছিল। এরপর পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল, তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হেপাটাইটিস ই ভাইরাসের বিরুদ্ধে সাড়া দিচ্ছে। কিন্তু দেখা গেল সেই হেপাটাইটিস ই ভাইরাসটি ভিন্ন প্রজাতির। মানবদেহে যেটি পাওয়া যায় এটি সেরকম নয়। তাহলে এই রোগীর রক্তে এই ভাইরাস এলো কীভাবে?হেপাটাইটিস ই লিভারের (যকৃত) এক ধরনের রোগ। এ ভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে দীর্ঘমেয়াদি জ্বর, জন্ডিস এবং যকৃত বড় হয়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। এই ভাইরাসের সাধারণত চারটি প্রজাতি রয়েছে যার বাহক বিভিন্ন প্রাণি। ওই সময় একটি মাত্র প্রজাতির মানবদেহে সংক্রমণের তথ্য জানা ছিল বিজ্ঞানীদের।হংকংয়ের বিশেষজ্ঞরা যখন মানুষে সংক্রমণ ঘটানোর ভাইরাস প্রজাতির পরীক্ষার ফলাফল নেগেটিভ পান তখন তারা নতুন পরীক্ষা পদ্ধতি ব্যবহার করেন।