ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবার গ্রেপ্তার দিদারুল ও মিনহাজ
প্রকাশিত: ০৬ মে ২০২০, ২০:৫৩
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনাভাইরাসে ত্রাণ বিতরণে গৃহীত সরকারি ব্যবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর এবং সরকার বিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা ব্যক্তিরা হলেন—রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও মিনহাজ মান্নান। এর আগে একই অভিযোগে দায়ের করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকেও গ্রেপ্তার করেছে আইনশৃখলা বাহিনী। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশবিরোধী পোস্ট এবং করোনা সময়ে ত্রাণ…