করোনা প্রাণ কাড়ল বিখ্যাত কিবোর্ডবাদক ডেভ গ্রিনফিল্ডের

এনটিভি প্রকাশিত: ০৬ মে ২০২০, ১৩:৩০

বর্ষীয়ান ব্রিটিশ কিবোর্ডবাদক, সংগীতশিল্পী ও গীতিকার এবং রক ব্যান্ড দ্য স্ট্র্যাংগ্লার্স-এর সদস্য ডেভ গ্রিনফিল্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দ্য স্ট্র্যাংগ্লার্স-এর অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ডেভ গ্রিনফিল্ড গত রোববার মারা গেছেন। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল এই সংগীত তারকার শারীরিক পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে এবং হৃদযন্ত্রের সমস্যাও ছিল। এত দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৭৫ সালে গ্রিনফিল্ড রক ব্যান্ড দ্য স্ট্র্যাংগ্লার্স-এ যোগ দেন। তাঁর অরগান ও সিনথেজাইজার ব্যবহার দলটির অন্যদের থেকে তাঁ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us