পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছে করোনাভাইরাস। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। প্রায় দেড় মাসের মতো ঘরবন্দি ফুটবলাররা। এমন কঠিন পরিস্থিতিতে খেলা ছাড়া জীবন অসহনীয় হয়ে উঠেছে জুভেন্টাস তারকা পাওলো দিবালার। মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন এই আর্জেন্টান ফরোয়ার্ড। করোনার থাবা থেকে রক্ষা পাননি দিবালা। প্রাণঘাতী এই ভাইরাসে কয়েক দফায় আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থ হয়ে অনুশীলনে ফিরেও পেয়েছেন ফের আক্রান্তের খবর। তবে এত কিছুর মধ্যে খেলাটাই বেশি মিস করছেন জুভেন্টাস ফুটবলার। অবশ্য আশার খবর শুনিয়েছে দিবালার লিগ সেরি আ। চলতি মাসের ১৮ মে থেকে মাঠের অনুশীলনে ফিরতে পারবেন ইতালীয় ফুটবলাররা। যদিও মাঠের খেলা কবে ফিরবে, সেটা নিয়ে কোনো