করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হোস্টেলের (ছাত্রাবাস) সিট ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৮ মার্চ থেকে যত দিন হোস্টেল বন্ধ থাকবে, তত দিন পর্যন্ত সিট ভাড়া নেবে না কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হাবিবুর রহমান।