রাখাইনে যুদ্ধাপরাধ করছে মিয়ানমার সেনাবহিনী: জাতিসংঘের বিশেষ দূত
প্রকাশিত: ০১ মে ২০২০, ১১:৩১
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশেষ ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে মিয়ানমার। তারা জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’ মেতেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'কে ইয়াংহি লি বলেন, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী সেখানে শত শত বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে, বৌদ্ধমঠগুলোতেও হামলা করছে। অনেক মানুষকে গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে এমন অনেক মৃতদেহ আমরা দেখতে পেয়েছি। এরা সবাই রাখাইনের বাসিন্দা।