দেশে বাস্তুহারাদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগের জন্য পূর্তমন্ত্রী মতিউর রহমান বাস্তুহারাদের প্রতি আহ্বান জানান। এদিন (৩০ এপ্রিল) পল্টন ময়দানে বাস্তুহারাদের জনসভায় বক্তৃতাকালে তিনি বলেন, ‘সমাজতন্ত্র কায়েম হলে দেশে বাস্তুহারা বলে কিছু থাকবে না।’ সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আরও আগে থেকে বঙ্গবন্ধু সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছিল। এদিকে ১ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশে বাংলাদেশ বেতার থেকে ভাষণ দেবেন। ওই একই সময় বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে বাসস পরিবেশিত খবরে জানানো হয়। মে দিবসে বঙ্গবন্ধুর ভাষণ শোনার অপেক্ষায় পুরো দেশ। ১৯৭২ সালের ১ মে দৈনিক বাংলায় এসব সংবাদ প্রকাশিত হয়।বাস্তুহারাদের জনসভাপূর্তমন্ত্রী মতিউর রহমান বলেন, ‘শহর নয় উন্নয়ন করা হবে গ্রামগুলোতে। যাতে ছিন্নমূল মানুষেরা আবারও গ্রামে ফিরে গিয়ে চাষাবাদ করে, সুখে-শান্তিতে বাস করতে পারে।’ বাস্তুহারা সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় রাজধানীর বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ মিছিল করে এসে সভায় যোগ দেন। মন্ত্রী অভিযোগ করেন যে, এক শ্রেণির লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা সমাজতন্ত্রের কর্মসূচি নস্যাৎ করতে চায়। রাতারাতি লাখ লাখ টাকা মুনাফা লুটে তারা। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে এই হাতগুলোই সক্রিয় বলে তিনি উল্লেখ করেন। কিছু কিছু সরকারি কর্মচারীর কার্যকলাপেরও তীব্র নিন্দা করেন পূর্তমন্ত্রী।আবারও টর্নেডোময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে দুটি গ্রামের ওপর গতকাল ২৯ এপ্রিল টর্নেডো আঘাত হানার খবর প্রকাশিত হয়। এতে কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হয়। ঝড়ের সংবাদ পাওয়ার পর পরই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাসহ একটি চিকিৎসক দল ঘটনাস্থলে ছুটে যান বলে বাসস জানায়।ভারত-পাকিস্তান যুক্ত বিবৃতিভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট মে মাসের শেষ দিকে অথবা জুনের প্রথম দিকে নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হবেন।