‘হোয়াইট কালার’ শ্রেণির বাবুদের কঠোর সমালোচনায় বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০৮:০০

সমাজের ‘হোয়াইট কালার’ শ্রেণির বাবুদের কঠোর সমালোচনা করে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনস্বার্থবিরোধী মহলকে নেতিবাচক তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে  বক্তব্য প্রদানকালে বিভিন্ন বিষয়ে কথা বলেন বঙ্গবন্ধু।বঙ্গবন্ধু বলেন, ‘স্থানীয় লোকেরা আবারও দল পাকাবার চেষ্টা করছে এবং সুযোগ-সুবিধা দাবি করছে।’ সময় থাকতে এদের নিবৃত্ত করা না হলে দেশের সামনে বিপদ আসতে পারে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। জনস্বার্থবিরোধী মহল আবারও তৎপর হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু। তিনি জানান, জনগণ দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে এলে শ্মশানের বুকে আবারও সোনার বাংলা গড়ে উঠবে।২৭ এপ্রিল শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। স্বার্থবাদী মহলের গণবিরোধী কার্যকলাপের বিষয়ে উষ্মা প্রকাশ করে বঙ্গবন্ধু বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা— কয়েক মাস যেতে না যেতেই মানুষ তার আত্মদানের কথা ভুলে স্বার্থান্বেষী হয়ে উঠলো। সমাজের ‘হোয়াইট কালার’ শ্রেণির বাবুদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয় লোকেরা আবারও দল পাকাবার চেষ্টা করছে এবং সুযোগ-সুবিধা দাবি করছে। সময় থাকতে এদের নিবৃত্ত করা না হলে দেশের সামনে বিপদ আসতে পারে।’অসাধু ব্যবসায়ীঅসাধু ব্যবসায়ীদের কথা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, ‘বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্য যোগাযোগের অভাবে সময় মতো জনগণের কাছে পাঠাতে যে বিলম্ব হচ্ছে, ব্যবসায়ীরা সেই সুযোগ নিচ্ছে। তারা মানুষের দুঃখ-দুর্দশার মাঝেও টাকা বানাচ্ছে। তারা সংযত না হলে জনগণ অসাধু ব্যবসায়ীদের অর্থ ছিনিয়ে নিতে বাধ্য হবে। আর এই পরিস্থিতির উদ্ভব হলে আমি জনগণের সঙ্গেই থাকবো।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us