স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ১০ জনের একটি দল ছিল। ৩০ মার্চ দুপুর পর্যন্ত প্রায় সবাই কালুরঘাটে ছিলেন। ব্যস্ত ছিলেন বেতার সম্প্রচার কাজে। এই দল ৩০ মার্চ বিমান হামলার পর পটিয়া আসে। পটিয়া থেকে ৩ এপ্রিল রামগড়ে। রামগড়ে পৌঁছাতে সেদিন প্রায় সন্ধ্যা হয়েছিল। ভারত সীমান্তে আছে একটা ছোট্ট নদী। এ নদীর তীর ঘেঁষে রামগড় থানা। ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। এই নদীই বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে।মাইক্রোবাস থামল...