‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলার তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ খ্রিস্টাব্দ) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটিকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়। ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে নেওয়ার পর লর্ড ক্লাইভ এবং ওয়াটসন তামিলনাড়– থেকে জাহাজযোগে সৈন্য বাহিনী নিয়ে আসেন। ষড়যন্ত্র করে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা পরাজিত করেন। ওই সময় পূর্ব ভারতের এই অঞ্চলে যে শাসনব্যবস্থা চালু হয়, তা দ্বৈতশাসন নামে পরিচিত। নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব আর রাজস্ব আদায় এবং ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি। এতে…