নেত্রকোনায় ষাঁড়ের লড়াই, আয়োজক ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০৮:৩০
করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার দুর্গাপুরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নেতৃত্বে ষাঁড়ের লড়াই আয়োজন করায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ইউপি সদস্য রফিকুল ইসলামকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটক করে পুলিশ। রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের ডেংবাড়ির সামনে গতকাল মঙ্গলবার এ লড়াই হয়। সারা দেশের মতো করোনা সংক্রমণের কারণে নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। নিরাপদ