করোনা আতঙ্ক ও নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা কলেজ হাসপাতালের ৪০ ইন্টার্ন চিকিৎসক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন। তবে অন্য ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক। গতকাল শনিবার বিকেল থেকে ওই ৪০ ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের সেবা কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার হাবিবুর রহমান ছাত্রাবাসের নিবাসী ও মেডিকেল কলেজের ৪৬তম ব্যাচের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই হলে ৪০ ইন্টার্ন চিকিৎসকের বসবাস। এর মধ্যে ১৫ জন ইন্টার্ন করোনা আক্রান্ত ওই ছাত্রের সঙ্গে চলাফেরা করেন। শনিবার দুপুরে পরিচালক