ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ গড়ার মাত্র ৩ বছরের মাথায় ব্যান্ড ছেড়ে যান প্রতিষ্ঠাতা সদস্য সিড ব্যারেট। তবে ‘পিংক ফ্লয়েড’-এর সাফল্যের যাত্রাটা শুর করে দিয়ে যান শুরুর দিকের এই লিড ভোকালিস্ট। পরবর্তীতে ভোকালের দায়িত্ব পড়ে ডেভিড গিলমোরের ওপর। ১৯৭৯ সালে কিবোর্ডিস্ট রিচার্ড রাইট ও ১৯৮৫ সালে বেজিস্ট রজার ওয়াটার্স ব্যান্ড ত্যাগ করে নিজেদের সলো মিউজিকে ব্যস্ত হয়ে পড়েন। ওয়াটার্স ব্যান্ডে আর ফিরে না এলেও রাইট পরবর্তীতে আবারও ব্যান্ডে ফিরে আসেন। এরপর ডেভিড গিলমোর, রিচার্ড রাইট ও ড্রামার নিক ম্যাসন মিলে ৩টি অ্যালবাম রিলিজ করেন।