করোনার হটস্পট নারায়ণগঞ্জে অবাধেই ঘোরাফেরা করছে মানুষ

সময় টিভি প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ১৯:০৯

নারায়ণগঞ্জের মতো হটস্পটেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধি। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও লকডাউন ভেঙে অবাধে ঘোরাফেরা করছে মানুষ। পাড়া মহল্লাগুলোতেও জমছে আড্ডা। প্রয়োজনে আরো কঠোর হওয়ার কথা বলছে পুলিশ। করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের এগারতম দিন চলছে নারায়ণগঞ্জে। সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন বাস্তবায়ন মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী। তারপরেও মানুষের মধ্যে লকডাউন ভঙ্গ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাতের আাঁধারে শ্রমজীবী মানুষ দলে দলে জেলা থেকে বহির্গমনের চেষ্টাও করছেন। চাষাঢ়াসহ শহরের বিভিন্ন চেকপয়েন্টে অবাধে চলছে ছোট বড় বিভিন্ন ধরণের যানবাহন। এতে করোনা ভাইরাস ভয়াবহভাবে বিস্তার লাভের শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রয়োজনের তাগিদেই বাইরে বের হওয়ার দাবি অনেকের।  একজন বলেন, অফিসের কাজে বের হয়েছি। আরেকজন বলেন, মোবাইল ব্যাংকিংয়ের টাকা নেয়ার জন্যে বের হয়েছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us