চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯। করোনাভাইরাসে চীনে যত মানুষ মারা গেছে তার বেশিরভাগই উহানের। শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ হঠাৎ করেই উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।মৃতের সংখ্যা হঠাৎ বাড়িয়ে দেখানোর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃত্যুর ঘটনা ‘ভুলক্রমে’ বাদ পড়ে গিয়েছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে উহানে মৃতের সংখ্যা পুনরায় প্রকাশ করা হয়েছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীন করোনাভাইরাসে মৃত্যুর প্রকৃত সংখ্যা উল্লেখ করছে না বলে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ক্রমাগত বেইজিংকে চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।