প্রাচীন সভ্যতার বিভিন্ন নিদর্শন, ধ্বংসাবশেষ সবার সামনে তুলে ধরতে প্রত্নতত্ত্ববিদরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের মাধ্যমেই শত কিংবা হাজারো বছরের প্রাচীন সভ্যতার বিভিন্ন নগর, প্রাসাদের নিদর্শন মাটির নীচ থেকে আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়তই এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে। এমনই প্রাচীন সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন সাগরতল থেকেও আবিষ্কৃত হয়েছে।