ঘোড়দৌড় ও মদ্যপান চলবে না: বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন উদিসা ইসলাম প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ০৮:০০

ঘোড়দৌড় আর মদ্যপানে কোনও জাতি বা দেশের কল্যাণ সাধিত হতে পারে না। তাই বাংলাদেশে এসব সামাজিক অনাচারের স্থান হবে না’, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ এপ্রিল ঢাকায় একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এর আগেও তিনি একাধিকবার এ বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের তিন দিনের মধ্যে ১৯৭২ সালের ১৫ জানুয়ারি এক সরকারি অদেশের মাধ্যমে দেশে মদ, জুয়া, হাউজি, ঘোড়দৌড় নিষিদ্ধ করেছিলেন। এমনকি তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধানে জুয়া, মাদক, ব্যভিচার ও দুর্নীতির বিরুদ্ধে বিধানও সংযোজন করেন। এরই ধারাবাহিকতায় তিনি আবারও স্মরণ করিয়ে দিলেন ঘোড়দৌড় ও মদ্যপান চলবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের ঔপনিবেশিকবাদের তথাকথিত ইসলামি শাসনামলে মদ্যপান যথেচ্ছাচারভাবে চলেছে। এসব পাপাচার বহু পরিবারে অশান্তি ডেকে এনেছে। স্বাধীন বাংলাদেশে এসব পাপাচার বরদাস্ত করা হবে না। ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ‘ঘোড়দৌড় শ্রমিক ইউনিয়নের’ সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু এসব কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us