দীপ্ত টিভি লকডাউন, সম্প্রচার চলবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ২৩:৫০

করোনাভাইরাসের কারণে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি লকডাউন করা হয়েছে। সেখানকার চারজনের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় টিভি চ্যানেলটি আজ (বুধবার) রাতে লকডাউন করা হয়। তবে এর সম্প্রচার চলবে। সেখানে ১৫ জন কাজ করবেন। তারা ১৪ দিন সেখানেই অবস্থান করবেন। এরপর আরেকটি দল ১৪ দিন পর সেখানে ঢুকবেন। জানা যায়, বুধবার সেখানে কর্মরত একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, দুজন প্রডিউসারের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যোগাযোগ করা হলে দীপ্ত টিভির অ্যাসাইনমেন্ট এডিটর ইব্রাহিম আজাদ জাগো নিউজকে বলেন, এটাকে লকডাউন বলা যাবে না। আমাদের অফিসে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন। বাইরের কারও সঙ্গে যোগাযোগ থাকবে না। তারা ১৪ দিন সেখানে কাজ করবেন। এরপর অন্য একটি দল আবার কাজ শুরু করবেন। এর আগে বিকেলে দেশের একটি বেসরকারি টেলিভিশনের জেনারেল সেকশনের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট চ্যানেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ১৫ জনের বেশি কর্মীকে কোয়ারেইন্টাইনে পাঠানা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে কর্মরত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনের গাজীপুর প্রতিনিধির করোনা আক্রান্ত খবর পাওয়া গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us