‘অনেক দিন ধরে এক প্রযোজকের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা চলছিল, তিনি গল্প পছন্দ করেছেন। মার্চের শেষের দিকে শুটিং শুরু করার কথা ছিল। অভিনয়শিল্পীদের সঙ্গেও প্রাথমিক কথা হয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয় করোনাভাইরাসের প্রকোপ। দুই মাস ধরে বাড়ি ভাড়া বাকি। হাতে যা টাকা ছিল, এরই মধ্যে খরচ করে ফেলেছি। বাসায় বাজার নেই। লজ্জায় কারো কাছে হাত পাততে পারছি না। আর কার কাছেই বা চাইব। আমাদের চলচ্চিত্রের প্রায় সবার অবস্থা তো একই রকম। মনে হচ্ছে, এখন বুঝি না খেয়েই মারা যাব।’ কথাগুলো বলছিলেন প্রধান সহকারী পরিচালক আলী আকরাম। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন।